বিনোদন

আদালত অবমাননার অভিযোগে নিপুণকে আইনি নোটিশ

আদালত অবমাননার অভিযোগ এনে চিত্রনায়িকা নিপুণকে আইনি নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

আদালত অবমাননার অভিযোগ এনে চিত্রনায়িকা নিপুণকে আইনি নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান । . আইনজীবী মো. আব্দুল কাইয়ুম।

জানা গেছে, (মঙ্গলবার) রাতে জায়েদ খান তার আইনজীবী মো. আব্দুল কাইয়ুমের মাধ্যমে এই নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গতকাল মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নিপুণ। যা আদালত অবমাননার শামিল।

আইনজীবী মো. আব্দুল কাইয়ুম জানান, আপিল বিভাগ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন। তাতে স্পষ্ট উল্লেখ আছে, আপাতত পদটি শূন্য থাকবে। যতদিন না আমার মক্কেলের (জায়েদ খান) করা রুলের নিষ্পত্তি হবে।

তিনি আরো বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর গত ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত স্থিতিবস্থা জারি করেছিলেন। তবে গতকাল সংবাদ সম্মেলনে এসে নিপুণ যেভাবে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার শামিল। তাই আদালত অবমাননা করে ওই পদে না বসার বিষয়ে তাকে সতর্ক করে নোটিশ প্রেরণ করেছি।

এর পরও যদি তিনি ওই পদে বসেন, তবে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনলে ৫ ফেব্রুয়ারি সেই প্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করেন।

এরপর আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন।

তারপর থেকেই বিষয়টির সুরাহায় আদালতের দ্বারস্থ হন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ।

Related Articles

Leave a Reply

Back to top button