জাতীয়

ইউক্রেন থেকে দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, যুদ্ধাবস্থার মধ্যে থাকা ইউক্রেনের কোনও বাংলাদেশী দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি জানান, ইউক্রেন প্রবাসী সম্মানিত বাংলাদেশীরা বর্তমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ প্রদান করা হলো। এই নিরাপদ স্থান হতে পারে ইউক্রেনের বাইরে কোন নিরপেক্ষ দেশ অথবা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সংলগ্ন সীমান্ত এলাকা। স্থিতাবস্থা প্রত্যাবর্তনের পূর্ব পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

এর আগেও এরকম পরিস্থিতিতে বাংলাদেশীদের ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এদিকে, মঙ্গলবার পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার পরামর্শ দিয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় দূতাবাস।

Related Articles

Leave a Reply

Back to top button