খেলা

খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ারে চট্টগ্রাম

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়েছে।

এর ফলে ফলে এবারের বিপিএলের ফাইনালে উঠার দৌঁড়ে এখনো টিকে রইল চট্টগ্রাম। আর আসর থেকে বিদায় নিয়েছে মুশফিকুর রহীমের খুলনা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চ্যাডউইক ওয়ালটনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে খেলতে নামা খুলনা ১৮২ রানেই থেমে যায়। ফলে ৭ রানের জয় নিয়ে কোয়ালিফায়ারে উঠেছে আফিফ হোসাইনের দল।

তবে তাদের শুরুটা ভালো ছিল না। দলীয় ১২ রানেই গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন জাকির হাসান। স্কোরবোর্ডে ৪ রান যোগ হতেই অধিনায়ক আফিফ হোসেনকে (৩) খুলনা ক্যাপ্টেন মুশফিকের গ্লাভসবন্দি করেন রুয়েল মিয়া।

অপর ওপেনার কেনার লুইস ৩২ বলে ৪ চার এবং ২ ছক্কায় ৩৯ রান করে নাবিল সামাদের শিকার হন। চারে নেমে চ্যাডউইক ওয়ালটন বিধ্বংসী হয়ে ওঠেন। তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ৮৯* রানের অপরাজিত ইনিংস। যাতে ছিল ৭টি করে চার এবং ছক্কা। তার সঙ্গে ১১৫ রানের পঞ্চম উইকেট জুটি গড়া মেহেদি মিরাজ ৩০ বলে ২ চার ১ ছক্কায় করেন ৩৬। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তোলে চট্টগ্রাম।

জবাবে বিশাল রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিজেদের ইনিংসের শুরুটাই ভালো হয়নি খুলনার। শুরুতে ২ রানে ফেরেন শেখ মেহেদী। একই পথে হাঁটেন সৌম্য সরকার। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন ফ্লেচার-মুশফিক। গড়েন ৬৪ রানের জুটি। ফিফটি পথে ছুটতে থাকা মুশফিক মাইলফলক ছোঁয়ার আগে আউট হন ৪৩ রান করে।

শেষে ২৪ বলে দলের জয়ের জন্য প্রয়োজন পড়ে ৫৬ রান। সে সময় ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন দুই ব্যাটসম্যান। শরিফুলের করা ইনিংসের ১৭তম ওভারে ১৩ ও মৃত্যুঞ্জয়ের করা ১৮ নম্বর ওভার থেকে তোলেন ১৯ রান। যদিও ১৯ নম্বর ওভারে প্রথম বলে শরিফুলকে ছক্কা হাঁকানোর পর দ্বিতীয় বলে বিদায় নেন রাব্বি।

ম্যাচের মোমেন্টাম ঘুরে যায় রাব্বির আউটেই। ২৪ বলে ৪৫ রান করে রাব্বি সাজঘরে ফিরলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১৬ রান। ক্রিজে সেট ব্যাটসম্যান ফ্লেচার। তবে ম্যাচ বের করতে পারলেন না তিনি। ইনিংসের ২০তম ওভারে হাত ঘোরাতে এসে মিরাজ দেন মাত্র ৮ রান। এতে ১৮২ রানে থামে খুলনা।

৭ রানে পাওয়া জয়ে কোয়ালিফায়ারের টিকিট ছিনিয়ে নেয় চট্টগ্রাম। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জর্স এর চ্যাডউইক ওয়ালটন।

আগামী ১৬ ফেব্রুয়ারি ফাইনালে উঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে।

Related Articles

Leave a Reply

Back to top button