করোনাজাতীয়

দেশের ৮৫ শতাংশ মানুষ টিকা পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের টার্গেটেড জনগোষ্ঠীর ৮৫ শতাংশই টিকার আওতায় চলে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার ১৪ ফেব্রুয়ারি, দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় তিনি বলেন, দেশে আমরা প্রায় ১৭ কোটি ডোজ টিকা দিতে পেরেছি। টিকার জন্য আমাদের টার্গেটেড জনগোষ্ঠী ১১ কোটি ৫৫ লাখ, তাদের মধ্যে প্রায় ৮৫ শতাংশকেই আমরা টিকার আওতায় আনতে পেরেছি।

এখনও দশ কোটি টিকা মজুদ আছে জানিয়ে তিনি বলেন, এখনও অনেকের মাঝেই টিকা নেয়াতে অনীহা আছে জানিয়ে যারা এখনো টিকা নেয়নি তাদের দ্রুত টিকা নেয়ার আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজড করা হচ্ছে। এ লক্ষ্যে সব কাজ এগিয়ে চলছে। শিগগিরই অনুমোদনও হয়ে যাবে। আমরা প্রতিটি জেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস, ১০টি করে আইসিইউ যোগ করছি। সবমিলিয়ে জেলা হাসপাতালগুলোতে নতুন করে সাড়ে ছয়শ করে আইসিইউ ও সাড়ে ছয়শ করে ডায়ালাইসিস চালু হবে।

জাহিদ মালেক জানান, করোনাকালে পরিস্থিতি উন্নয়নে ৪০ হাজার লোক নিয়োগ দেয়া হয়েছে। বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ হলেও মেডিকেল কলেজগুলোতে আমরা বন্ধ করিনি।

করোনা চিকিৎসায় এক মাসে ২৫০টি আইসিইউ সম্বলিত এক হাজার বেডের হাসপাতাল তৈরি করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button