ইসির পক্ষে একা নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়: মুনতাসীর মামুন
নির্বাচন কমিশন গঠনে সুশীল সমাজকে প্রধান্য দেওয়া উচিত জানিয়ে অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, ইসি একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে, বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির ৩য় ও শেষ বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জরুরি কাজ থাকায় বৈঠক শেষ হওয়ার আগেই বৈঠক থেকে বেরিয়ে যান তিনি।
অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, আমলাতন্ত্র ও জুডিশিয়ারির যে ধারায় কমিশনে নিয়োগ দেওয়া হয় সেটা বাদ দিতে বলেছি। আমরা চাই কমিশনে সিভিল সোসাইটি এবং নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব দেখতে চান বলে জানান তিনি।
তিনি বলেন, আমি মনে করি, সার্চ কমিটিকে এমন ব্যক্তি খুঁজে বের করতে হবে, যিনি সৎ ও সাহস নিয়ে নির্বাচন পরিচালনা করতে পারবেন।
সার্চ কমিটি আজকে বৈঠকের জন্য ২৩ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানায়। আমন্ত্রণ পাওয়া ২৩ বিশিষ্টজনের মধ্যে ১৮ জন উপস্থিত ছিলেন।