ডিইউজে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ২৬ ফেব্রুয়ারি, নির্বাচন ২৫ মার্চ
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক সাধারণ সভা ২৬ ফেব্রুয়ারি আর নির্বাচনের দিন ২৫ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডিইউজের দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ বিবেচনায়, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন ডিইউজের সহ-সভাপতি এম এ কুদ্দুস, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য সাকিলা পারভীন, রাজু হামিদ, ইব্রাহীম খলিল খোকন, এ এম শাহজাহান মিয়া, জুবায়ের রহমান চৌধুরী, আরটিভির ইউনিটপ্রধান মো. সাইখুল ইসলাম উজ্জ্বল, জনতার ডেপুটি ইউনিটপ্রধান দৌলতুন নেছা রেখা, করতোয়ার ডেপুটি ইউনিটপ্রধান মো. মিজানুর রহমান প্রমুখ।