বিনোদন

ক্যারিয়ার শুরুতে প্রোডাকশন বয় ছিলেন অভিষেক!

ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা গেছে অভিষেক বচ্চনকেও। এটি ছিল অভিষেকের একটি পুরনো সাক্ষাৎকার।

ভিডিওতে অভিষেক বলেন, ‘একদিন অমিতাভ তাকে বলেন, ব্যবসা ভালো চলছে না। সেদিনই তিনি ঠিক করেন অভিনয় করবেন। বলিউডে প্রোডাকশন বয় হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।’

সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, ‘আমি বস্টন বিশ্ববিদ্যালয়ে লিবারেল আর্টসে মেজর করছিলাম। পরে বাবা আর্থিক সমস্যা পড়ে যাওয়ায় পড়াশোনা ছেড়েছিলাম। এবিসিএল বলে একটি ব্যবসা শুরু করেছিলেন তিনি।’

ভিডিওটি শেয়ার করে মিলিন্দ তার পোস্টে লেখেন, ‘আমার কাছের বন্ধু জুনিয়র বচ্চনের কথা বলছি। বলিউডের সবচেয়ে আন্ডাররেটেড অভিনেতা। সেরাটা আসতে চলেছে।’

ওই পোস্টে উত্তর দিয়েছেন অমিতাভ বচ্চন নিজেও। মিলিন্দের বক্তব্যের সঙ্গে একমত হয়ে বিগ বি বলেন, ‘ইয়ো বেবি… আমরা এভাবেই করি!’

Related Articles

Leave a Reply

Back to top button