জাতীয়

গাড়ির চাকার ভেতর থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণ উদ্ধার

একটি গাড়ির চাকার ভেতর লুকানো ছিল ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬টি সোনার বার।

প্রায় ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের এসব সোনা, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এরিয়ায় (জিএসই) অভিযান চালিয়ে এসব সোনার বার জব্দ করে এনএসআই ও কাস্টমস।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এরিয়ায় (জিএসই) অভিযান চালানো হয়েছে। এ সময় একটি চাকার ওজন বেশি মনে হওয়ায় সেটি খুলে তার ভেতর থেকে ৪৬টি সোনার বার পাওয়া যায়।

 

Related Articles

Leave a Reply

Back to top button