ক্রীড়াঙ্গন

নাদালের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

শ্বাসরুদ্ধকর ফাইনালে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে টেনিসে বিশ্ব রেকর্ড গড়লেন রাফায়েল নাদাল।
ছেলেদের মধ্যে প্রথম টেনিস তারকা হিসেবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়লেন এই স্প্যানিশ তারকা।

রোববার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাশিয়ার তরুণ তারকা ড্যানিল মেদভেদেভকে ২-৬, ৬-৭, ৬-৪, ৬-৪, ৭-৫ সেটে পরাজিত করে শিরোপা নিজের করে নেন নাদাল।

প্রথম সেট নাদালের জন্য ছিল রীতিমতো হতাশার। পাত্তাই পাননি তিনি। দ্বিতীয় সেটে এগিয়ে গিয়েও হেরে গেলেন ৪-১ সেটে। এরপরই শুরু হলো ‘নাদাল শো’। শারিরীক লড়াই চলল, মনস্তাত্ত্বিকও। সেখানে কে জিতলেন সেটা নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই বোধ হয়।

সময়ের সঙ্গে ক্লান্ত হলেন মাদাভেদ, হলেন উত্তেজিতও। আরেক প্রান্তে নাদাল থাকলেন শান্ত, চুপচাপ আর খেললেন নিজের সেরাটা। তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে প্রথম খেলায় ফেরেন নাদাল। পরের সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। শেষ পর্যন্ত নাদালের শেষটাও হলো রঙিন।

শেষ সেটে বারবার পিছিয়ে পড়েও ফিরলেন নাদাল। শেষ পর্যন্ত সেট জিতলেন ৭-৫ ব্যবধানে। বছরের প্রথম গ্র‌্যান্ডস্ল্যাম জিতে উঠে গেলেন চূড়ায়।

Related Articles

Leave a Reply

Back to top button