অন্য খবর

ভোট পুনর্গণনা চেয়ে নিপুণের আপিল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের জয়কে চ্যালেঞ্জ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। তিনি ভোট পুনর্গণনা চেয়ে আপিল করেছেন।

সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

আজ (শনিবার) দুপুর পৌনে ১টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডে লিখিতভাবে আবেদন জমা দেন নিপুণ।

গতকাল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) নির্বাচন। ভোর পৌনে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ফল ঘোষণা করেন। এবার ভোট দেন ৩৬৫ জন শিল্পী। এতে অংশ নেয় দুটি আলোচিত প্যানেল মিশা-জায়েদ এবং ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।

 

নির্বাচনে সমিতির নতুন সভাপতি হয়েছেন ইলিয়াস কাঞ্চন আর সাধারণ সম্পাদক জায়েদ খান।

Related Articles

Leave a Reply

Back to top button