রাজনীতি

সালমা ইসলাম ঢাকা জেলা জাপার সভাপতি

সালমা ইসলাম ঢাকা জেলা জাপার সভাপতি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা ইসলামকে ঢাকা জেলার সভাপতি হিসেবে মনোনীত করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
দলের নিয়ম অনুযায়ী আগামী দুই বছর সালমা ইসলাম এ দায়িত্বে থাকবেন।
সম্মেলনের প্রধান অতিথি জি এম কাদের বলেন, দলকে সুসংগঠিত করতে হলে শুধু নেতাকর্মীদের সংখ্যার দিকে তাকালেই হবে না। আমাদের মধ্যে সবচেয়ে বেশি দরকার ইউনিটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী।
আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় দলের নবম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে ।
সালমা ইসলাম বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের ইন্তেকালের পর অনেককেই জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়ে খানিকটা চিন্তিত দেখেছি। কিন্তু সময়ের ধারাবাহিকতায় সব সংশয় মিথ্যে হয়েছে। প্রধান নেতাদের মধ্যে সমঝোতাপূর্ণ মধুর সম্পর্কের কারণে কোনো সংশয় কিংবা সমস্যার কালো ছায়া জাতীয় পার্টিকে স্পর্শ করতে পারেনি।
পরে তিনি এরশাদের লেখা ‘নতুন বাংলাদেশ গড়বো মোরা’ গানটি গেয়ে শোনান।

 

Related Articles

Leave a Reply

Back to top button