জাতীয়

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির

আবু আহাম্মদ মোহাম্মদ মান্নাফীকে সভাপতি এবং হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর ( দক্ষিণ) আওয়ামী লীগের নির্বাচিত করা হয়েছে ।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন কমিটির নাম ঘোষণা করেন।

এর আগে ঢাকা দক্ষিণে সভাপতি পদে ৯ জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। আর ১৩ জনের নাম ছিল সাধারণ সম্পাদক পদে।

শনিবার বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর উত্তর ও দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button