স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
১০ জানুয়ারী ২০২২,সোমবার, ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতি ড.সিদ্দিকুর রহমান। সভা পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল মিয়া এনাম।
সভাপতি ড.সিদ্দিকুর রহমান স্বাগত বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আসুন আমরা সবাই সকল ভেদাভেদ ভুলে জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা গঠনে কাজ করি একসাথে।
ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের —কৃষিবিষয়ক সম্পাদক,আশরাফুজজামান , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,দেওয়ান বজলু, মহিলা বিষয়ক সম্পাদক,শিরিন আক্তার দিবা,প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান আলী, সদস্য:-সাহানারা রহমান,কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জিহাদ,পেন্সিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযুদ্ধা আবু তাহের। নিউ ইংল্যান্ড স্টেট আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযুদ্ধা ইউসুফ চৌধুরী, ক্যালোফোনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান। সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম শাহাজান। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদুন নবী বাকি, পেন্সিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাইদ খান। নিউ ইংল্যান্ড স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল ইউসুফ। ক্যালোফোনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক ড: রবি আলম। অপস্টেট সিটি আওয়ামা লীগের আহবায়ক প্রফেসার মিজানুর রহমান,জর্জিয়া স্টেট আওয়ামী লীগের সহ- সভাপতি শেখ জামাল। সহ- সভাপতি পেন্সিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের নাহিদ রেজা সিকদার জনি,সহ- সভাপতি নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের—রফিকুল ইসলাম, হুমায়ুন কবির,যুগ্ম সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা-সেবুল মিয়া, ইমরুল কায়েছ, আর, কে লস্কর মিঠু, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবদিন জয়, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাহিদুল হক রাসেল, ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন রুবেল, জহিরুল ইসলাম জয়। আসাদুজ্জামান আসাদ সহসভাপতি মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখা, এছাড়া ও আর অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্যালোফোনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান। ভিডিও কারিগরি সহযোগিতায় ছিলেন প্রবাসী কল্যান সম্পাদক মোঃ সোলেমান আলী। দুলাল মিয়া ,এনাম। প্রচার সম্পাদক , যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
উল্লেখ, পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারী সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধে বিজয়ের পর তার মুক্তি ও দেশে প্রত্যাবর্তন নিয়ে সারা দেশেই উৎকণ্ঠা বিরাজ করছিল। মুক্তিযুদ্ধে বিজয়ের আনন্দ অপূর্ণ রয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে ফেরার মধ্য দিয়ে মানুষ যেন পূর্ণাঙ্গ বিজয়ের দেখা পেয়েছিল সেদিন। বঙ্গবন্ধু তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসেবে।