অর্থ-বাণিজ্য
গুজব ছড়িয়ে বাজার অস্থিতশীল করছে স্বার্থান্বেষী মহল:ক্যাব

গুজব ছড়িয়ে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহল বাজার অস্থিতিশীল করছে বলে মনে করে ভোক্তা অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠান কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব। এ অবস্থায় নজরদারি বৃদ্ধির পরামর্শ দিয়েছেন ক্যাব সভাপতি গোলাম রহমান। একই সাথে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষকদের উন্নত বীজ, সার ও ঋণ সুবিধা বৃদ্ধিরও তাগিদ দেয় সংগঠনটি। গত কয়েক মাস অস্থিতিশীল পেঁয়াজের বাজার। হঠাৎ বেড়েছে চালের দাম। সরবরাহ থাকলেও দাম বেড়েছে আগাম শীতকালিন সবজির। এ অবস্থায় জাতীয় প্রেসক্লাবে নিত্য পণ্যের মূল্য উর্ধ্বগতি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষনকারী প্রতিষ্ঠান কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব সংবাদ সম্মেলন করে নিজেদর মূল্যায়ন তুলে ধরে। সংগঠনটির সভাপতি গোলাম রহমান বলেন, গুজব ছড়িয়ে বাজার অস্থিতিশীল করছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহল। এ অবস্থায় বাজারে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি। গোলাম রহমান বলেন, দীর্ঘমেয়াদে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই । তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষকদের উন্নত বীজ, সার ও ঋণ সুবিধা বাড়ানোরও পরামর্শ দেন ক্যাব সভাপতি। পেঁয়াজের বাজার স্বাভাবিক করতে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারেরও পরামর্শ দেয় ক্যাব। পাশাপাশি ভোক্তা স্বার্থ রক্ষায় বাণিজ্য মন্ত্রণালয়ে আলাদা বিভাগ সৃষ্টিরও দাবি করেন বক্তারা।