বিনোদনসাহিত্য ও বিনোদন

জেল থেকে বেরিয়ে পর্নোগ্রাফি মামলার বিষয়ে যা বললেন রাজ কুন্দ্রা

পর্নোগ্রাফি মামলায় ৫০ হাজার রুপি মুচলেকা দেওয়ার শর্তে ২০ সেপ্টেম্বর জামিন পান বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী, বিশিষ্ট ব্যবসায়ী রাজ কুন্দ্রা।

অবশেষে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে রাজ কুন্দ্রা বলেছেন, তিনি কখনও পর্নোগ্রাফির সঙ্গে জড়িত ছিলেন না।

সংবাদমাধ্যমের সমালোচনা করে রাজ কুন্দ্রা বলেন, অনেক পোর্টাল তাকে দোষী ঘোষণা করে ফেলেছে। একে ‘মিডিয়া ট্রায়াল’ আখ্যা দিয়ে তিনি বলেন, এতে তার ব্যক্তিগত গোপনীয়তা অরক্ষিত হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি বিচারাধীন, তাই আমি ব্যাখ্যা করতে পারছি না। তবে আমি বিচারের মুখোমুখি হতে প্রস্তুত এবং বিচার বিভাগের প্রতি আমার পূর্ণ আস্থা আছে, যেখানে সত্যের জয় হবে।

রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ, পর্নো (প্রাপ্তবয়স্ক ছবি) বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দেয়ার অভিযোগে ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button