অর্থ বাণিজ্য

আজও পেঁয়াজ আমদানিকারকদের জিজ্ঞাসাবাদ করেছে শুল্ক গোয়েন্দা

 

পেঁয়াজের মজুদ, কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে দ্বিতীয় দিনের মতো আমদানিকারকদের জিজ্ঞাসাবাদ করেছে শুল্ক গোয়েন্দারা। রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে দিনভর দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। পরে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, আমদানিকারকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য মূল্যায়ন করে দামবৃদ্ধির কারণ জানানো হবে। অপ্রতিরোধ্য পেঁয়াজের বাজার। অস্বাভাবিক দামে রীতিমতো জিম্মি ভোক্তারা। বাজারে আমদানি করা ও নতুন পেঁয়াজের সরবরাহ বাড়লেও থামছেনা দামের ঊর্ধ্বগতি।
এমন প্রেক্ষাপটে কারণ অনুসন্ধানে মাঠে নামে শুল্ক গোয়েন্দা বিভাগ। এরই মধ্যে ৪৭টি বড় আমদানিকারক প্রতিষ্ঠানের মালিকদের তলব করে সংস্থাটি। সোমবার ১০টি প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরই ধারবাহিকতায় মঙ্গলবার রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে ৩৭ প্রতিষ্ঠানকে ডেকে পাঠানো হয়।
আমদানিকারকরা বলেন, মূল্যবৃদ্ধিতে হাত নেই তাদের। ভারত রপ্তানি বন্ধ করায় বিপাকে পড়তে হয় তাদের।
এদিকে- দিনভর দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। দিনশেষে ৩২ জনের কাছ থেকে সংগ্রহ করা হয় বিভিন্ন তথ্য। পরে এ নিয়ে ব্রিফিং করেন সংস্থাটির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ সাহিদুল ইসলাম। তিনি জানান, তথ্য মূল্যায়ন করে কারণ ব্যাখ্যা করা হবে।
মজুতদারদের সিন্ডিকেট ভেঙ্গে দেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা তার।
এদিকে, আজো কার্গো বিমানে ১০৫ টন পেঁয়াজ আমদানি করেছে এসআলম গ্রুপ। জাহাজে চট্টগ্রাম বন্দরে তাদের পেঁয়াজ না আসা পর্যন্ত প্রতিদিনই কার্গো বিমানে আনা হবে পেঁয়াজ।

Related Articles

Leave a Reply

Back to top button