আন্তর্জাতিকবিনোদন

ফাইনালের আগ মুহুর্তে স্থগিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা

করেনা ভাইরাসের কারণে এ বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ফাইনালের আগ মুহুর্তে স্থগিত করেছে কর্তৃপক্ষ। খবর: সিএনএন।

পুয়ের্তো রিকোতে গত ২১শে নভেম্বর শুরু হওয়া এবারের আসরের ফাইনাল হওয়ার কথা ছিলো গত ১৬ই ডিসেম্বর।

সিএনএনের প্রকাশিত এক খবরে জানা যায়, এবারের আসরে অংশগ্রহণকারী ৯৭ প্রতিযোগীর মধ্যে ২৩ জন আক্রান্ত হয়েছে করোনায়। এছাড়া আরও ১৫ জন কর্মীও আক্রান্ত করোনায়। অধিক সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হওয়ায় ফাইনালের ঠিক আগ মুহুর্তে স্থগিত করা হয়েছে আয়োজন।

এতজনের করোনা আক্রান্ত হওয়ার পর প্রতিযোগী, কর্মী এবং দর্শকদের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয় বিবেচনা করে স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করে আয়োজন স্থগিতের সিদ্ধান্ত নেয় আয়োজক কর্তৃপক্ষ। 

আগামী ৯০ দিনের মধ্যে নতুন করে এবারের আসরের ফাইনাল আয়োজন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়। 

Related Articles

Leave a Reply

Back to top button