জাতীয়

অভিযোগ স্পষ্ট নয়- দুদকের জিজ্ঞাসাবাদ শেষে বিডিনিউজ সম্পাদক

 

সুনির্দিষ্ট অভিযোগেই বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম-এর সম্পাদক তৌফিক ইমরোজ খালীদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ কথা বলেছেন দুর্নীতি দমন কমিশন-দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।
মঙ্গলবার বিকালে জিজ্ঞাসাবাদ শেষে দুদক সচিব জানান, জ্ঞাত আয় বহিভর্’ত সম্পদ অর্জন এবং অর্থ পাচারে অভিযোগ পাওয়া গেছে। এরই ভিত্তিতে তৌফিক ইমরোজ খালিদীকে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে জিজ্ঞাসাবাদ শেষে ইমরোজ খালিদী জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন বিষয়াদী নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তার দাবি জিজ্ঞাসাবাদের কারণ স্পষ্ট নয়।
তৌফিক ইমরোজ খালিদী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ তো সে অর্থে এখনো পরিষ্কার না। তারা তদন্ত করে বোঝার চেষ্টা করছেন, কারণ একটা চিঠি আসছে বোধহয় কোনো একটা জায়গা থেকে, সেটার ভিত্তিতে তো কাজ করা হচ্ছে।
গত ৫ নভেম্বর দুদকের পক্ষ থেকে একটি চিঠি পাঠিয়ে তৌফিক ইমরোজ খালিদীকে ১১ নভেম্বর দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়। চিঠিতে বলা হয়, খালিদীর নিজের এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হিসাবে ‘বিপুল পরিমাণ টাকা স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন’ এবং বিভিন্ন ‘অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ’ অর্জনের অভিযোগে তার বক্তব্য জানা প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক সাক্ষাতের জন্য সময় চেয়ে আবেদন করলেও দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোয় সেদিন কমিশনের দপ্তরে যান। পরে দুদকের পক্ষ থেকে তাকে ২৬ নভেম্বর নতুন তারিখ দেওয়া হয়।
সে অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুদক কার্যালয়ে উপস্থিত হন তৌফিক ইমরোজ খালিদী। বিকাল পৌনে ৪টা পর্যন্ত তার বক্তব্য শোনেন দুদকের উপ পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

Related Articles

Leave a Reply

Back to top button