জাতীয়

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ পছন্দ করেনি: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র র‌্যাবকে যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা বাংলাদেশের জনগণ পছন্দ করেনি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এ তত্থ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনকে বলেছি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বুধবার ব্লিঙ্কেনের সঙ্গে ফোনালাপের বিষয়ে ড. মোমেন বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিজয়ের ৫০ বছরপূর্তিতে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। তবে তারা যে র‌্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা দেশবাসী গ্রহণ করেনি, সেটা আমি তাকে জানিয়েছি।

‘যুক্তরাষ্ট্র সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা খুবই দুঃখজনক।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সব সিদ্ধান্ত সঠিক নয়। এ ইস্যুতে ঢাকা-ওয়াশিংটনের মধ্যে সস্পর্কের কোনো প্রভাব পড়বে না।’

তিনি বলেন, ‘আমি বলেছি যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৬ লাখ লোক মিসিং হয়। যুক্তরাষ্ট্র বলছে, গত ১০ বছরে বাংলাদেশে ৬ হাজার লোক মিসিং হয়েছে। অন্যদিকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে পুলিশ বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়ে হাজার লোক মেরে ফেলে। যুক্তরাষ্ট্রের গ্লোবাল পলিসি হলো সন্ত্রাস দমন।

‘সন্ত্রাস দমনে র‍্যাব অগ্রণী ভূমিকা পালন করছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের গ্লোবাল ইস্যু মাদক পাচার বন্ধে র‍্যাব সাহায্য করছে। র‍্যাব দুর্নীতিপরায়ণ নয়। টাকা-পয়সা দিয়ে র‍্যাবের অবস্থা পরিবর্তন করা যায় না। ফলে তারা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছে।’

মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের এত বড় সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে কথাবার্তা না বলে নেয়া ঠিক হয়নি। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। আমাদের সঙ্গে অনেক ডায়ালগ আছে। সেখানে আমরা কথা বলব।’

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button