আন্তর্জাতিক

চীনা সামরিক ‘অ্যাডভেঞ্চার’ ‘আত্মঘাতী’ হতে পারে: শিনজো আবে

চীনা সামরিক ‘অ্যাডভেঞ্চার’ ‘আত্মঘাতী’ হতে পারে: শিনজো আবে প্রতিবেশীদের উস্কানি দেওয়া এবং আঞ্চলিক সম্প্রসারণ নীতি থেকে চীনকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।
তিনি বলেনছেন, চীনের যে কোনো সামরিক অভিযান ‘আত্মঘাতী’ হতে পারে।

একটি নিরাপত্তা ফোরামে ভিডিও বার্তায় এমন কথা বলেছেন তিনি।

শিনজো আবে গত বছর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। কিন্তু ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির বৃহত্তম দলের প্রধান হিসেবে এখনও তিনি প্রভাবশালী।

মঙ্গলবার আবে বলেন, চীনের মতো বিশাল অর্থনীতির একটি দেশের জন্য সামরিক খাতের যে কোনো দুঃসাহসিক কাজ আত্মঘাতী হতে পারে।

তিনি বলেন, চীনকে অবশ্যই আমাদের বলতে হবে, তারা যেন প্রতিবেশীদের উস্কানি না দেয় এবং আঞ্চলিক আধিপত্য থেকে সরে আসে। কারণ এটা তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করবে।

Related Articles

Leave a Reply

Back to top button