আদালত

জাপান থেকে আসা শিশুরা ৩ জানুয়ারি পর্যন্ত থাকবে মায়ের কাছে

জাপান থেকে আসা সেই দুই শিশু নিয়ে ৩ জানুয়ারি পর্যন্ত মা ডা. এরিকো নাকানোর কাছে থাকবে। তবে বাংলাদেশি বংশোদ্ভূত  বাবা ইমরান শরীফ এইসময়ে স্বাধীনভাবে সকাল ৯টা থেকে রাত ৯ টার মধ্যে যেকোনো সময় শিশুদের সাথে দেখা করতে পারবেন।

বুধবার (১৫ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে মায়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করীম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। বাবার পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।

এর আগে সোমবার (১৩ ডিসেম্বর) দুই শিশুকে সকাল সাড়ে ১১টার মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। পরে সকাল ১১টা ২৩ মিনিটে তাদের বাবা ইমরান শরীফ আপিল বিভাগে দুই শিশুকে নিয়ে আসেন। এরপর খাস কামরায় দুই শিশু, তাদের বাবা-মা এবং আইনজীবীদের কথা শোনেন আপিল বিভাগ। তারপর রোববারের (১২ ডিসেম্বর) আদেশ অনুসারে দুই দিন শিশুদের মায়ের কাছে রাখার কথা বলে একইসঙ্গে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি আপিল বিভাগ।

তার ধারাবাহিকতায় আবেদনটি কার্যতালিকায় আসে।

Related Articles

Leave a Reply

Back to top button