জাতীয়

হাতি হত্যায় দেশে প্রথম সাজা

নভেম্বর মাসে সাতকানিয়া, চকরিয়া, ঈদগাহ ও বাঁশখালীতে বিভিন্ন কারণে ৫টি হাতির মৃত্যু হয়েছে। শুধু বাঁশখালীতেই ১৯ দিনের ব্যবধানে ২টি হাতির মৃত্যু হয়। হাতি হত্যার দায়ে, দেশে এই প্রথম দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীতে হাতি হত্যার দায়ে বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বাঁশখালী আমলি আদালতের বিচারক মো. মাইদনুল ইসলাম এ নির্দেশ দেন।

যে দুইজনকে কারাগারে পাঠানো হলো তারা হলেন, মোহাম্মদ কালাম (৬৫) ও নেজাম। তারা দুইজন সম্পর্কে বাবা-ছেলে।

জানা গেছে, গত ৩০ নভেম্বর বাঁশখালীর লটমনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হাতিটিকে হত্যা করেন কামাল ও নেজাম। পরে তারা হাতিকে মাটিচাপা দেন। পরবর্তীতে বনবিভাগ বাদী হয়ে মামলা করলে বাঁশখালীতে আমলি আদালত প্রথম ও দ্বিতীয় আসামি বাবা কামাল ও ছেলে নেজামকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মো. সফিকুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে হাতি হত্যার ঘটনার আসামিদের আদালতে আত্মসমর্পণে চাপ সৃষ্টি করি। তাদের মধ্যে দু’জনকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি পলাতক রয়েছেন।’

 

 

Related Articles

Leave a Reply

Back to top button