আন্তর্জাতিকখেলা

ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার ভারতে!

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার চুরি হয়ে যাওয়া দুষ্প্রাপ্য ঘড়ি উদ্ধার হলো ভারতের আসাম থেকে। খবর: আনন্দবাজার পত্রিকা।

দুবাই পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘড়িটি উদ্ধার করেছে আসাম পুলিশ।

এই খবর টুইট করে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি লেখেন, “আন্তর্জাতিক সহযোগিতায় আসাম পুলিশ অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার করেছে। ওয়াজিদ হুসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

আসাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুবাই পুলিশের কাছ থেকে তারা খবর পায় যে ব্যক্তি ম্যারাডোনার ঘড়ি চুরি করেছেন তিনি আসামে লুকিয়ে রয়েছেন। সেই খবর পেয়ে তারা খোঁজ শুরু করে। শেষ পর্যন্ত শনিবার ভোর ৪টার দিকে শিবসাগর জেলায় ওয়াজিদের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ওই দুষ্প্রাপ্য ও দামি ঘড়িটিও উদ্ধার হয়।

জানা গেছে, মারাডোনার সই করা তার ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী রাখা ছিল দুবাইয়ের একটি সংগ্রহশালায়। সেখানেই নিরাপত্তারক্ষীর কাজ করতেন ওয়াজিদ। চলতি বছর আগস্ট মাসে তিনি ঘড়িটি চুরি করে আসামে পালিয়ে আসেন। তবে সেটি বিক্রি করতে পারেননি তিনি। তার আগেই ধরা পড়লেন ওয়াজিদ।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button