আন্তর্জাতিক

আবারও গৃহবন্দি হলেন মেহবুবা মুফতি

আবারো গৃহবন্দি করা হয়েছে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে । বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মেহবুবা নিজেই টুইট করে বিষয়টি জানিয়েছেন।

টুইটের সঙ্গে মেহবুবা তার বাড়ির বাইরের ছবিও পোস্ট করেছেন।

এদিকে মেহবুবার গৃহবন্দিত্ব নিয়ে জম্মু-কাশ্মীর প্রশাসন সরকারিভাবে কোনও মন্তব্য করেনি।

এর আগে গত বছর ফেব্রুয়ারিতে তাকে জন নিরাপত্তা আইনে আটক করা হয়। আটকের পর তার বাসভবন ফেয়ার ভিউয়ে স্থানান্তরিত করা হয় মেহবুবাকে। সেই বাসভবনকে অস্থায়ী জেলে পরিণত করা হয় এবং সেখানেই গৃহবন্দি করে রাখা হয় পিডিপি নেত্রীকে। ওই বছর ১৩ অক্টোবর মেহবুবাকে মুক্তি দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button