রাজনীতি

সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ২য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও তার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রাজধানীর জুরাইন কবরস্থানে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে তার কবরে ফুল দিয়ে জানান তারা।

এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালামসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৪ নভেম্বর নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

সাদেক হোসেন খোকা ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসাবে নির্বাচিত হন। ঢাকা মহানগর ফুটবল সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন তিনি। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারও পান।

Related Articles

Leave a Reply

Back to top button