খেলা

স্কটল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ১৬ রানের জয়

স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এর ফলে সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেলো নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বুধবার আবুধাবিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭২ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৫৬ রানে শেষ হয় স্কটল্যান্ডের ইনিংস।

দলের হয়ে ২০ বলে তিনটি চার ও সমান ছক্কায় সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত থাকেন মাইকেল লিস্ক। এছাড়া ২৭ রান করেন ম্যাথিউ ক্রস। ২২ ও ২০ রান করে করেন জর্জ মানসে ও রিচি বিরিংটন। ১৭ রান করেন স্কটল্যান্ড দলের অধিনায়ক কাইল কোয়েতজার।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপের মধ্যে পড়ে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। ৪.৫ ওভারে ৩৫ রানে হারায় ২ উইকেট।

সাফইয়ান শরিফের গতির বলে এলবিডব্লিউ হয়ে, ১৩ রানে ফেরেন ড্যারিল মিচেল।

ড্যারেল মিচেল আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক কেন উইলিয়ামসন। চার বলে শূন্য রানে ফেরেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। দলীয় ৫২ রানে আউট হন ডেভন কনওয়ে।

চতুর্থ উইকেটে গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ৭৩ বলে ১০৫ রানের জুটি গড়েন গাপটিল। ১৮.২ ওভারে দলীয় ১৫৭ রানে আউট হন ফিলিপস। তার আগে ৩৭ বলে করেন ৩৩ রান। ফিলিপস আউট হওয়ার ঠিক পরের বলেই আউট হন মার্টিন গাপটিল।

ইনিংস ওপেন করতে নেমে ১৯তম ওভারে আউট হওয়ার আগে অনবদ্য ব্যাটিং করে সেঞ্চুরি কাছাকাছি চলে যান গাপটিল। কিন্তু ভাগ্য ফেবার না করায় মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন গাপটিল।

গাপটিলের ৫৬ বলের ৯৩ রানের লড়াকু ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড।

Related Articles

Leave a Reply

Back to top button