খেলাবিনোদন

বিরাট কোহলি আর আনুষ্কার মেয়েকে ধর্ষণের হুমকি!

টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হতাশাজনক পারফরম্যান্স করে বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে গেছে কোহলির ভারত।

প্রথম ম্যাচে পাকিস্তানের হারের পর মহম্মদ শামির বিরুদ্ধে ক্ষোভ জানান নেটিজেনরা। সেই সময় প্রায় সমস্ত ভারতীয় ক্রিকেটার ও ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলি পাশে দাঁড়িয়েছিলেন শামির!

আর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর বিরাট কোহলির বিরুদ্ধে কার্যত ক্ষোভ জানান এক নেটিজেন। তবে তার নিশানায় ভারতীয় ক্যাপ্টেন নয়, ছিল তার মেয়ে ভামিকা। ভারতের হারের জন্য ন’মাসের দুধের শিশুকে কদর্য ভাষায় আক্রমণ করা হলো।‌ এমনকি ছোট্ট এই মেয়েটাকে দেয়া হয় ধর্ষণের মতো হুমকি।

নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনার বিরুদ্ধে।

এমনকী এই ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি মহিলা কমিশন‌ও। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল।

দিল্লি পুলিশের কাছে, যে ব্যক্তি এই ধরনের মন্তব্য করেছেন তার বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপের আর্জিও জানিয়েছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন।

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল-হক। তিনি বলেছেন, সমালোচকদের বুঝতে হবে এটা শুধুমাত্র একটি খেলা। দিনের শেষে সকলেই একজন ক্রিকেটার। খেলার মাঠে ভারত অধিনায়কের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করার অধিকার সকলেরই রয়েছে। তবে ব্যক্তিগত আক্রমণ করা কিংবা পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে কিছু বলা উচিৎ নয় বলেই মনে করেন তিনি। খবর: ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস।

Related Articles

Leave a Reply

Back to top button