
আন্তর্জাতিক
দুর্নীতির অভিযোগের পরও ক্ষমতা ছাড়ছেন না নেতনিয়াহু
ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের মামলায় অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা না ছাড়ার কথা জানিয়েছেন।
ইসরায়েলের একটি টেলিভিশনে দেয়া বক্তব্যে এ কথা জানান তিনি। নেতানিয়াহু বলেন, আইন অনুযায়ী দেশকে নেতৃত্ব দিয়ে যাবেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি মহল তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে বলে পাল্টা অভিযোগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহুর সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। সেইসাথে, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে তার।