প্রবাসেরাজনীতি

শেখ রাসেলের জন্মদিনে আলোচনা সভার আয়োজন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র  শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার ১৮ অক্টোবর জ্যামাইকা হিলসাইড এভিনিউ মতিন সুইটস এন্ড রেস্টুরেন্ট এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন ও প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম এর যৌথ সঞ্চালনায়,আলোচনা সভায় বক্তব্য রাখেন,সন্মানিত অতিথি নোয়াখালী চৌমুহনী’র মেয়র ফয়ছল আহমদ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ- সভাপতি সামছুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ জামান, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক জাহাঙ্গীর হোসেন,প্রবাসী কল্যান সম্পাদক মোঃ সোলায়মান আলী,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহানারা রহমান,জহিরুল ইসলাম,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ- সভাপতি শেখ আতিক, এ,কে,এম, আলমগীর, যুগ্ম সম্পাদক স্বীকৃতি বডুয়া, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান,যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন, সেবুল মিয়া, ইমরুল কায়েছ, সামছুল হক,নিরলব নিতাই,শহিদ চৌধুরী, নুরুল নব্বী,রাসেল আহমদ,সাইফুল ইসলাম। এছাড়া আরও অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ, ১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র  শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button