জেলার খবর

গাইবান্ধার সাবেক এমপি লিটন হত্যা মামলার রায় ২৮ নভেম্বর

গাইবান্ধার সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার যুক্তিতর্ক শেষে ২৮ নভেম্বর রায়ের দিন ধার্য্য করেছেন বিচারক। গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিকের আদালতে স্বাক্ষী ও আসামীদের উপস্থিতিতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য্য করা হয়।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙার মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন।
হত্যাকাণ্ডে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন নিহতের বোন। তদন্ত শেষে পরের বছর আরেক সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্ণেল কাদের খানসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছর বগুড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয় আসামী কাদের খানকে।
লিটন হত্যার ঘটনায় দায়ের করা অস্ত্র আইন মামলায় আসামী কাদের খানকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত। যুক্তিতর্কের সময় লিটন হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত কাদেরসহ বাকী আসামীরাও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামীদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন। তবে আসামীপক্ষের আইনজীবীর অভিযোগ, অভিযুক্তদের ফাঁসানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button