আন্তর্জাতিককরোনা

অক্টোবর থেকে করোনা টিকা রপ্তানি করবে ভারত

অক্টোবর থেকে উদ্বৃত্ত থাকা কোভিড-১৯ টিকার ডোজ রফতানি ও উপহার পাঠানো শুরুর ঘোষণা দিয়েছে ভারত। খবর: এনডিটিভির।

সোমবার ২০ সেপ্টেম্বর, দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এই ঘোষণা দেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাস থেকে উদ্বৃত্ত টিকার রফতানি এবং উপহার পাঠানো পুনরায় শুরু করবে ভারত।

তিনি বলেন, গত এপ্রিল থেকে দেশে ভ্যাকসিনের উৎপাদন দ্বিগুণেরও বেশি হয়েছে এবং আগামী মাস থেকে ৩০০ মিলিয়ন ডোজের চারগুণ বেশি হতে চলেছে। দেশে টিকাদানের পর শুধু উদ্বৃত্ত টিকাই রফতানি করা হবে, যা প্রতিবেশীরাই প্রথম পাবে।

Related Articles

Leave a Reply

Back to top button