Leadবাংলাদেশ

দেশে ৩ কোটি ৪৭ লাখ ডোজ টিকা প্রয়োগ

দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের তিন কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ টিকার ডোজ প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি নয় লাখ ২২ হাজার ৭১৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জন মানুষ।

গতকাল পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ এক কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৩২০, আর নারী ৯০ লাখ ৪৩ হাজার ৩৯৫ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ৮০ লাখ ৫১ হাজার ৩৬০, আর নারী ৫৮ লাখ তিন হাজার ৬৮৬ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘কোভিশিল্ড’ প্রয়োগ হয়েছে এক কোটি ২৩ লাখ ১৫ হাজার ১২৩ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে এক লাখ ৯১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে এক কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ২০৫ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৮ লাখ ২২ হাজার ৫২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চার কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে চার কোটি ছয় লাখ তিন হাজার ৫২২ এবং পাসপোর্ট নম্বর দিয়ে পাঁচ লাখ ৪৫ হাজার ১৯৭ জন নিবন্ধন করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button