পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে, এবার সেতুমন্ত্রীর আশ্বাস
এবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানালেন, সব অপচক্র ভেঙ্গে শিগগিরই পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে। এ পরিস্থিতি সাময়িক। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, পেঁয়াজ বাজারের অস্বাভাবিকতা খতিয়ে দেখছে সশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলন অবশ্য দলের জাতীয় সম্মেলন, মুজিববর্ষ ও রাজনীতিসহ সমসাময়িক নানা ইস্যুতেই কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, পেয়াজের বাজার স্বাভাবিক করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। অপচক্র ভেঙ্গে শিগগিরই দাম কমতে শুরু করবে ।
রাজপথে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবেন বিএনপির নেতাদের এই ঘোষণা বাস্তবে রূপ দেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, সরকারকে সহযোগিতা করছেন সজীব ওয়াজেদ জয়। তবে এখনো পর্যন্ত রাজনীতিতে আসার বিষয়ে তিনি আগ্রহ দেখাচ্ছেন না বলেও জানান ওবায়দুল কাদের।