আন্তর্জাতিক

১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছে তালেবান সরকার

আগামী ১১ সেপ্টেম্বর আফগানিস্তানে শপথ নিতে যাচ্ছে তালেবানের পক্ষ থেকে ঘোষিত অন্তর্বর্তী সরকার। তালেবানের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।

স্পুৎনিকের খবরে বলা হয়, শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য এখন পর্যন্ত রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তালেবানের একজন সিনিয়র সদস্য স্পুৎনিককে বলেছেন, “আফগানিস্তানের নয়া অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।”

তবে যেসব দেশকে আমন্ত্রণ জানানোর কথা তালেবান বলেছে সেসব দেশের পক্ষ থেকে এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ১৫ আগস্ট তারা রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান। এরপর মঙ্গলবার রাতে নিজেদের অন্তর্বর্তী মন্ত্রিসভা ঘোষণা করে তালেবান।

Related Articles

Leave a Reply

Back to top button