অর্থ-বাণিজ্য

লাগাম ছাড়া পেঁয়াজের বাজার, ২শ’তে ঠেকলো দর

একেবারেই লাগাম ছাড়া পেঁয়াজের বাজার। খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম দুশোতে পেঁছৈছে। পেঁয়াজের ঝাঁজে ক্ষুব্ধ ক্রেতারা। তবে টিসিবির ট্রাকা সেলে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পেঁয়াজ পেয়ে খুশি অনেকেই।
গত সেপ্টেম্বর থেকেই অস্থির পেঁয়াজের বাজার। ভারত পেঁয়াজ রাপ্তানি বন্ধ করলেও মিশর, মিয়ানমারসহ বেশ কিছু দেশ থেকে পেঁয়াজ আনা হলেও বদলায়নি চিত্র।
লাগামহীন বাজারে বৃহস্পতিবারের চিত্র আরো করুণ। একবারেই দুশো টাকায় পৌঁছে গেছে দর।
পেঁয়াজের দাম বাড়ায় নাভিশ্বাস ক্রেতাদের। অনেকেই কমিয়ে দিয়েছেন কেনার পরিমাণ। বাজার দেখে ক্ষুব্ধ ক্রেতারা।
আড়ৎদাররা বলছে, আমদানি কম, কিনতেও হচ্ছে বেশি দামে সে কারণেই বাজারের এই অবস্থা।
তবে টিসিবির ট্রাকসেলে পেঁয়াজের কেজি ৪৫ টাকা। দীর্ঘ লাইন দাঁড়িয়ে পেঁয়াজ পেয়ে খুশি ক্রেতারা।
টিসিবির ট্রাকের সংখ্যা আরো বাড়ানোর দাবি ক্রেতাদের।

Related Articles

Leave a Reply

Back to top button