আন্তর্জাতিক

মমতার কেন্দ্রে উপ-নির্বাচন ৩০ সেপ্টেম্বর

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ আসন ভবানীপুরের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

আগামী ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ এবং ফল প্রকাশ হবে ৩ অক্টোবর। চলতি বছর বিধানসভা নির্বাচনে ভোটের সময় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রার্থী মারা যান। এ দুই আসনেও উল্লেখিত দিনগুলোতে ভোট ও ফল ঘোষণা হবে।

সেই লক্ষ্যে উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ৬ সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর।

পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ অনুরোধে ভবানীপুরে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির কমিশন। এখানে প্রার্থী হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা মুখার্জি। গত বিধানসভা ভোটে প্রার্থী ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে তিনি ২১ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ফলে এ আসনে প্রার্থী হবেন মমতা বলে আভাস দিয়েছে তৃণমূল।

Related Articles

Leave a Reply

Back to top button