খেলা

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ছয়ে বাংলাদেশ

পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডকে হারানোয়, আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ছয়ে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট টিম।

এখনও আনুষ্ঠানিক র‌্যাকিং ঘোষণা করা হয়নি। তবে আইসিসির ওয়েবসাইটে বাংলাদেশের অবস্থান ছয়ে দেখাচ্ছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগের ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের দশম স্থানে ছিল বাংলাদেশ।
এরপর সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ৭ উইকেটে হারিয়ে ৪ রেটিং পেয়ে র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে সাতে উঠে যায় মাহমুদউল্লাহবাহিনী। দ্বিতীয় ম্যাচে জেতার পর ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে টাইগাররা অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ছয়ে উঠেছে। আর ২৪০ পয়েন্ট নিয়ে অজিরা এখন সাতে।

Related Articles

Leave a Reply

Back to top button