আন্তর্জাতিক

আফগানিস্তানে আজ নতুন মন্ত্রিসভা ঘোষণা

আফগানিস্তানের নতুন মন্ত্রিসভার ঘোষণা করা হবে আজ। তালেবানের তালেবানের জ্যেষ্ঠ নেতা শের মুহাম্মদ আব্বাস স্তানিকজাই জানিয়েছেন, আজ জুমার নামাজের পর এ ঘোষণা দেয়া হবে।

কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান শের আব্বাস জানিয়েছেন, নতুন সরকারের নিম্ন পর্যায়সহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা কাজ করতে পারবেন।

তবে মন্ত্রিসভা বা শীর্ষস্থানীয় পদে নারীরা নাও থাকতে পারেন। রাজধানী কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রিসভা ঘোষণা করা হবে। মন্ত্রিসভা ঘোষনাকে সামনে রেখে বৃহস্পতিবার হেরাতে বিক্ষোভ করেছেন নারীরা। এ সময় তারা সরকারে নারী প্রতিনিধি নিশ্চিত, নারীর শিক্ষা-কাজের অধিকার ও নিরাপত্তার দাবিতে স্লোগান দেন। তারা বলেন, ‘নারীদের বাইরে রেখে কোনো সরকারই টিকবে না।’

তালেবান সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে আফগানিস্তানে ‘ইরান মডেলে’ সরকার গঠন হতে যাচ্ছে। ইরানের আয়াতুল্লা খামেনির মতো আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হবেন হাইবাতুল্লাহ আখুনজাদা। তিনি এ সশস্ত্র সংগঠনটির আমির বা প্রধান। তার অধীনে একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করবেন।

বাকি জানা যাবে ঘোষণার পর।

Related Articles

Leave a Reply

Back to top button