কানসাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক মাহফুজুল করিমকে সভাপতি ও উৎপল মল্লিককে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাপান শাখার অন্তর্গত কানসাই শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি পদে রুহুল আমিন সরকার রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুমন দাশ এবং সাংগঠনিক সম্পাদক পদে মোল্লা এম ডি মাহাবুব বাঁধন।
বুধবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাপান শাখার সভাপতি নুরুল আমিন রনি এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম এ কমিটির অনুমোদন দেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন এ কমিটিকে স্বাগত জানিয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন জাপান কানসাই শাখা আওয়ামীলীগ সভাপতি আবু সাদাত সায়েম এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
একইসঙ্গে কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন কানসাই যুব লীগ সভাপতি ডা. অসিম কুমার সাহা ও সাধারণ সম্পাদক শামিমুল আজাদ রাজু এবং ওসাকা ছাত্রলীগ সভাপতি সাকিব হাসান ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রিয়াদসহ কানসাই অন্তর্ভুক্ত আওয়ামী লীগের অন্য অঙ্গ সংগঠনগুলোর নেতারাও।