আন্তর্জাতিকপ্রবাসেলিড স্টোরি

ভারী বর্ষনে ডুবে গেছে নিউইয়র্ক সিটির রাস্তা

নিউইয়র্ক সিটিতে হঠাৎ ভারী বর্ষনের ফলে বিপাকে পড়েছে শহরবাসী। অতি বর্ষনে ডুবে গেছে শহরটির রাস্তা ঘাট। অনেকের বাসা বাড়িতেও পানি প্রবেশ করায় ক্ষয় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এতে করে জীবনযাত্রারও অনেকটা ব্যাহত হচ্ছে নিউইয়র্ক সিটিতে বসবাসীকারিদের।
নিউ ইয়র্কে ভারী বর্ষণে ডুবে গেছে রাস্তা ঘাট
নিউজ নাউ বাংলার নিউ ইয়র্ক প্রতিনিধি সেবুল মিয়ার তথ্যে জানা যায়, ১ সেপ্টেম্বর বুধবার বিকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়।  ফলে সিটির হাইওয়ে , সাবওয়ে ( ট্রেন) সহ বিভিন্ন রাস্তায় ও  বাসা বাড়ীতে পানি ঢুকে পরে। এতে জন জীবন বিপর্য হয়।
নিউ ইয়র্কে ভারী বর্ষণে ডুবে গেছে রাস্তা ঘাট
ম্যান হেটনের একটি সাবওয়ে স্টেশনের ভেতরে ঢুকে পড়ে পানি।
নিউ ইয়র্কে ভারী বর্ষণে ডুবে গেছে রাস্তা ঘাট
পানিতে ডুবে গেছে নিচু রাস্তা গুলো এবং নিচু ঘর বাড়ি । মানুষের জানমালের ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। অনেক এলাকায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ ।
নিউ ইয়র্কে ভারী বর্ষণে ডুবে গেছে রাস্তা ঘাট
প্রতিবেদনটি লেখা পর্যন্ত চলছে বৃষ্টি।

Related Articles

Leave a Reply

Back to top button