খেলা

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মিঠুন

২৪ জন ক্রিকেটার নিয়ে নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।নতুন চুক্তিতে ক্রিকেটের তিন ফরম্যাটে জায়গা পেয়েছেন মাত্র ৫জন।

কিন্তু ফরম্যাটেই জায়গা পাননি ক্রিকেট ভক্তদের সমালোচনার শিকার মোহাম্মদ মিঠুন। সেই সঙ্গে বাদ পড়েছেন টেস্টের চুক্তিতে থাকা নাঈম হাসানও।

টেস্টের চুক্তিতে রাখা হয়েছে ১৪জনকে। ওয়ানডে ফরম্যাটে আছেন ১২জন ক্রিকেটার। আর টি-টোয়েন্টিতে ক্রিকেটে রয়েছেন ১৫জন।

চুক্তিতে নতুন করে জায়গা করে নিয়েছেন শরিফুল ইসলাম, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ ও শামীম হোসেন। ফিরেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। নিষেধাজ্ঞার কারণে গত বছর চুক্তি থেকে বাদ পড়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

অন্য পাঁচ জনের মতো তামিম ইকবালেরও তিন ফরম্যাটের চুক্তিতে থাকার কথা ছিল। তবে বুধবার (১ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কারণে এই ফরম্যাটে বাদ পড়েছেন দেশসেরা ওপেনার।

ডিসেম্বর মাস পর্যন্ত এই চুক্তিই চলবে।

কেন্দ্রীয় চুক্তিতে আছেন :

৩ ফরম্যাট: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

টেস্ট, ওয়ানডে: তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।

টেস্ট: মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম, সাইফ হাসান, এবাদত হোসেন।

ওয়ানডে, টি-টোয়েন্টি: মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন।

টি-টোয়েন্টি: সৌম্য সরকার, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button