সাহিত্য ও বিনোদন

কারামুক্ত হয়ে যা বললেন পরীমনি

জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত নায়িকা পরীমনি। মুক্তি পেয়ে কাশিমপুর কারাগার থেকে বেরোনোর সময় পরীমনির হাতে মেহেদিতে লেখা একটি ইংরেজি বাক্য দৃষ্টি কাড়ে অনেকের। ‘ডোন্ট লাভ মি বিচ’। তার এ অভিব্যক্তি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, অনেকেই এসব ছবি শেয়ার করতে শুরু করেন। এই শব্দটি নিয়ে রীতিমত ঝড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই লেখা দিয়ে কি বার্তা দিতে চেয়েছেন কিংবা কি বুঝাতে চেয়েছেন পরীমনি?

পরীমনি কার উদ্দেশ্যে এটি লিখেছেন, এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

`ডোন্ট ‘লাভ’ মি বিচ’ কথাটির অর্থ ব্যাখ্যা করতে গিয়ে পরীমনি বলেন, ‘ডেফিনেটলি এটা তো একটা বার্তাই ছিল। এত কথা তো বলতে পারছিলাম না ওখানে বসে, মনে হলো এভাবে পৌঁছিয়ে দেই সবাইকে। এখন এটা দেখে যে মনে করবে, যার মনে হবে, আমাকে বলছে মনে হয়, ওর জন্যেই বলছি আমি।’

বলেন, যারা বিচ, তাদের উদ্দেশ্য করেই এটা লেখা। যে যে বিচ, যারা মনে করে আল্লাহ, আমাকে এটা আমাকে লিখছে কিনা, সে-ই বিচ। বিচের সংখ্যা তো অনেক বড়, অনেক লম্বা।

যখন আমি অ্যারেস্ট হইলাম তখন এক রকম অ্যাকটিভিটিজ। আবার যখন জামিন পেলাম, তখন অন্যরকম অ্যাকটিভিটিজ। ওরা হইল বিচ।’

পরীমনি বলেন, আমি আমার শত্রু-মিত্র চিনতে পেরেছি। সামনের দিনগুলোতে সতর্ক থাকবো।’

গ্রেপ্তার হওয়া ও কারাগারে কাটানো সময় নিয়ে কয়েকদিন পর সবাইকে তার বিস্তারিত জানাবেন বলে জানান নায়িকা পরীমনি।

Related Articles

Leave a Reply

Back to top button