অস্ট্রেলিয়ায় দাবানল, নিহত ৫।
অষ্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডে ভয়াবহ দাবানলে পুড়ছে বনভূমি। এ ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছে। দগ্ধ হয়েছে অনেক মানুষ। এ ঘটনায় দেশবাসীকে শান্ত থাকতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। নিউ সাউথ ওয়েলসে দাবানল ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী কুইন্সল্যান্ডেও পুড়ছে বন।
বেশ কিছু এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা গুরুতর।
দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় দু’ হাজার দমকল কর্মী। তবে বাতাসের তীব্রতা বেশি থাকায় বেশ বেগ পোহাতে হচ্ছে তাদের।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে। বন্ধ ঘোষনা করা হয়েছে স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান।
দাবানলের ঘটনায় পাশের রাজ্যগুলোর সহযোগীতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। দেশবাসীকে আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন তিনি।