জাতীয়

বৃহস্পতিবার থেকে চলবে আরও ৩৬ জোড়া ট্রেন

দীর্ঘদিন লকডাউন এ বন্ধ থাকার পর গত ১১ আগস্ট থেকে ৫১ জোড়া ট্রেন নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে আরও ৩৬ জোড়া ট্রেন চলাচল করবে। মঙ্গলবার (১৭ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউন শিথিল হওয়ার পর গত ১১ আগস্ট থেকে ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেন ও ১৯ জোড়া মেইল-কমিউটার ট্রেন নিয়ে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। সেই সঙ্গে যুক্ত হবে ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন।

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই দেশে কঠোর বিধিনিষেধ আরোপ হলে অন্যসব যাত্রীবাহী গণপরিবহনের মতো ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়। কোরবানি ঈদ ঘিরে ১৫ থেকে ২২ জুলাই ‘লকডাউন’ শিথিল করা হলে রেলপথ মন্ত্রণালয়ও ট্রেন চালু করে।

Related Articles

Leave a Reply

Back to top button