ক্রীড়াঙ্গন
বার্সাতে মেসির ৫১৭ কোটি টাকা বেতন বাকি!

বার্সেলোনার কাছে বেতন বাবদ এখনো ৫২ মিলিয়ন ইউরো বাকি রয়েছে মেসির। যা বাংলাদেশি টাকায় ৫১৭ কোটি টাকারও বেশি।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক দিয়ারিও স্পোর্ট এক প্রতিবেদনে বেতন বাকি রাখার বিষয়টি নিশ্চিত করেছে।
বার্সেলোনা এই পাওনা দুই বছরের মধ্যে পরিশোধ করবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বার্সেলোনায় দীর্ঘ ২১ বছরের পথচলা থামাতে হয় লিওনেল মেসির। ক্লাব বদলে মেসির ঠিকানা এখন ফ্রান্সের পেরিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
আপাতত ২ বছরের চুক্তিতে এই ফরাসি ক্লাবে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে ১ বছর বাড়াতে পারবেন চুক্তির মেয়াদ। এরই মধ্যে শুরু হয়ে গেছে অনুশীলনও।