আন্তর্জাতিক

১ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হলো, ডায়ানার বিয়ের কেকের স্লাইস

এক টুকরো কেক বিক্রি হলো ১ হাজার ৮৫০ পাউন্ড বা ১ লাখ ৯০ হাজার ৫৬৮ টাকায়। এই এক টুকরো কেকটি ছিল, প্রিন্স চার্লস এবং প্রিন্সেস ডায়ানার বিয়ের একটি কেকের এক টুকরো। যা নিলামে অবিশ্বাস্য দামে কিনে নিয়েছেন লিডসের গ্যারি লেটন নামের এক ব্যক্তি। খবর: বিবিসির।

নিলামকারী প্রতিষ্ঠান ডমিনিক উইন্টার বলছে, অনলাইন নিলামে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের নাগরিক ওই স্লাইসটি কেনার ব্যাপরে আগ্রহ দেখিয়েছে। ৩০০ পাউন্ডে ডাক শুরু হয়ে শেষ পর্যন্ত সেটা ১ হাজার ৮৫০ পাউন্ডে লিডসের গ্যারি লেটন নামের এক ব্যক্তি কিনে নেন ।

কেকের স্লাইস কেনা বেক্তি লেটন বলেন, মৃত্যুর পর আমার অন্যান্য সম্পদের সঙ্গে এই কেকের টুকরোও যেন দান করে দেয়া হয় সেটা আমার উইলে লিখে গেছি। এছাড়া আমি এটা একটু বেশি দামেই কিনতে চেয়েছি যাতে করে প্রিন্সেস ডায়ানার পৃষ্ঠপোষকতা পাওয়া সেন্টারপয়েন্টেও সেই টাকা কিছুটা যায়।

উল্লেখ্য, ১৯৮১ সালের ২৯ জুলাই প্রিন্স চার্লাস ও প্রিন্সেস ডায়ানার বিয়েতে কাটা কেকের এক টুকরো নিজের কাছে সযত্নে রেখে দিয়েছিলেন রাণীর কর্মচারী মোয়রা স্মিথ। এত দিন পর সেই কেকটি নিলামে তোলা হলে,তা ১ হাজার ৮৫০ পাউন্ড বা ১ লাখ ৯০ হাজার ৫৬৮ টাকায় বিক্রি হয়।

Related Articles

Leave a Reply

Back to top button