আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব

আফগানিস্তানের তালেবান দেশটির মোট ৩৪ প্রদেশের মধ্যে ১০টির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেওয়ার পর আশরাফ গনি নিয়ন্ত্রিত কাবুল সরকার তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে। খবর: আল-জাজিরা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) আফগান সরকারি সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে সহিংসতা বেড়ে যাওয়ায় কাতারের মাধ্যমে তালেবানকে ক্ষমতা ভাগাভাগির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র, দীর্ঘ ২০ বছর পর সেনা প্রত্যাহার করতে যাচ্ছে। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশটির প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।

জাতিসংঘের এক হিসেবে বলা হচ্ছে, গত মাসে আফগানিস্তানে ১ হাজার বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে। চলতি সপ্তাহে উত্তরাঞ্চলের শহরগুলো থেকে নিরাপদ আশ্রয়ের জন্য হাজার হাজার মানুষ কাবুল শহরে প্রবেশ করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button