
রোহিঙ্গা মুসলিমদের টিকাদান পরিকল্পনায় রাখেনি মিয়ানমার
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীকে কোভিড-১৯ টিকদান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে নির্যাতন-নিপীড়নের মুখে বাস্তুচ্যুত হয়ে জনবহুল আশ্রয়শিবিরগুলোতে ঠাঁই নেওয়া রোহিঙ্গা মুসলিমদের এ উদ্যোগে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা নেই তাদের। [বার্তা সংস্থা রয়টার্স]।
খিউ লিউইন রাখাইনের সিত্তে এলাকা থেকে রয়টার্সকে বলেন, সিত্তে অগ্রাধিকারের তালিকায় থাকা বিভিন্ন শ্রেণি ও গোষ্ঠীর মানুষ যেমন: বয়স্ক ব্যক্তি, স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মী ও বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে ১০ হাজার টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। তিনি বলেন, বর্তমান এ কর্মসূচিতে আশ্রয়শিবিরগুলোতে বসবাসকারী কোনো মুসলিমকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই।
বিতর্কিত এই টিকাদান পরিকল্পনা প্রসঙ্গে মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। কিন্তু তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।