
আন্তর্জাতিক
আলজেরিয়ায় দাবানলে ২৮ সেনাসহ ৬৫ প্রাণহানি
আলজেরিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে আহত সাধারণ মানুষকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছে ২৮ জন সেনা সদস্য। আর সব মিলিয়ে এখন পর্যন্ত মারা গেছে ৬৫ জন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার (১১ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইউরোপ ছেড়ে আফ্রিকাতেও ছড়িয়েছে আগুন। উত্তর আফ্রিকার আলজেরিয়া এখন আগুনের ভয়াবহ গ্রাসে। জঙ্গলে ঘেরা পার্বত্য আলজেরিয়ায় নেই পানি। ক্রমাগত বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবার (১০ আগস্ট) সেখানেই পৌঁছেছিলেন আলজেরিয়ার সেনারা। আলজেরিয়ার এ অঞ্চলে আদিবাসীদের বাস। তাদের উদ্ধার করতে গিয়েই আগুনের বলয়ে আটকে যান সেনারা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৮ জনের। গুরুতর আহত হন ১২ জন।
এর আগে মঙ্গলবার রাতে তিনি জানান, সেনারা অন্তত ১০০ জন মানুষকে রক্ষা করতে পেরেছে। কাবাইল অঞ্চল থেকে তাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।