জাতীয়

পর্যটন কেন্দ্র ও রিসোর্ট খোলার অনুমতি

করোনাভাইরাসের সংক্রমণের কারণে লকডাউনে বন্ধ থাকা পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আগামী ১৯ আগস্ট থেকে খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে মোট এসব জায়গায় আসনের শতকরা ৫০ ভাগের বেশি ব্যবহার করা যাবে না। বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে।

করোনার বিস্তার ঠেকাতে মানুষের চলাচল নিয়ন্ত্রণে দেশে সবশেষ যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটা শিথিল করে গত ৮ আগস্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।  সে অনুযায়ী ১১ আগস্ট থেকে কিছু শর্ত মেনে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। খুলেছে শপিংমল সহ অন্যান্য দোকানপাটও।

তবে সে সময় পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বা বিনোদনকেন্দ্রগুলো খোলার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আজ  প্রজ্ঞাপনের মাধ্যমে সেগুলো খোলার অনুমতি দেওয়া হলেও ৫০ শতাংশের বেশি আসন ব্যবহার করা যাবে না।

Related Articles

Leave a Reply

Back to top button